Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ের তিন ফরম্যাটের ক্রিকেটে দুই নতুন অধিনায়ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১২:১৮ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১২:১৮ PM

bdmorning Image Preview


পালাবদলের ধারাবাহিকতায় এবার অধিনায়কত্বে পরিবর্তন আনলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য দুইজন নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সাদা পোশাকে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়েকে এখন থেকে নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার শন উইলিয়ামস। রঙিন পোশাকের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ দায়িত্ব দেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার চামু চিবাবাকে।

তবে দুজনের কাউকেই পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব সঁপে দেয়া হয়নি। অন্তর্বর্তকালীন সময়ের জন্য অধিনায়কত্ব করবেন উইলিয়ামস ও চিবাবা। সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড ডিরেক্টর হ্যামিল্টন মাসাকাদজার সুপারিশের পর বোর্ডের সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মজার বিষয় হচ্ছে, জিম্বাবুয়ের সবশেষ টেস্ট অধিনায়ক ছিলেন এই মাসাকাদজাই। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার সেই মাসাকাদজার সুপারিশেই টেস্টের অধিনায়কত্ব দেয়া হলো শন উইলিয়ামসকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে দেশটির সবশেষ অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। সিঙ্গাপুরে স্বাগতিকদের সঙ্গে নেপালকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। এবার ফরম্যাট বদলে সাদা পোশাকের ক্রিকেটে নেতৃত্ব দিতে যাচ্ছেন উইলিয়ামসন।

এদিকে অধিনায়কত্ব দেয়া হলেও গত ১৪ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেননি চামু চিবাবা। সবশেষ ২০১৮ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন তিনি। এরপর আর ম্যাচ না খেলা চিবাবাই এখন দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে।

শুধু অধিনায়কত্বেই নয়, রদবদল এসেছে জিম্বাবুয়ের নির্বাচক কমিটিতেও। মাসাকাদজার সুপারিশেই নির্বাচক কমিটির প্রধান করা হয়েছে দেশটির সাবেক পেসার ডেভিড মুতেন্দ্রাকে। কমিটির অন্য সদস্যরা হলেন গ্যাভিন ইয়্যুং, শেফার্ড মাকুনুরা এবং প্রস্পার উৎসেয়া।

চলতি বছরে বেশ ব্যস্ত সূচিই রয়েছে জিম্বাবুয়ের সামনে। ঘরের মাঠে এপ্রিলে আয়ারল্যান্ড, আগস্ট-সেপ্টেম্বরে ভারত এবং সেপ্টেম্বরের শেষে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে জিম্বাবুইয়ানরা। এছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার কথা রয়েছে তাদের।

Bootstrap Image Preview