Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার প্লে অফ নিশ্চিত করার মিশন সন্ধ্যায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১২:২৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১২:২৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার তৃতীয় পর্বে বুধবারের (৮ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন এবং রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ টায় শুরু হবে ম্যাচটি।

চলতি বিপিএলে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে ঢাকা। ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার দল। এই ম্যাচটি জিতলেই প্লে অফ নিশ্চিত করতে পারবে ঢাকা।

অপরদিকে ১০টি ম্যাচ খেলে চারটি জয় পেয়েছে রংপুর। শেন ওয়াটসনের দলের প্লে অফে ওঠার সম্ভাবনা অনেকটাই সরু। প্লে অফ নিশ্চিত করতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে বড় জয় আদায় করা ছাড়াও আসরের বাকি দলগুলোর অবশিষ্ট ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে রংপুরকে।

এদিকে এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনেছে প্লাটুন শিবির। দলের সঙ্গে যোগ দেবেন না শহীদ আফ্রিদি। হাঁটুর চোটে ডিসেম্বরের শেষ দিকে পাকিস্তান ফিরে যান এই অলরাউন্ডার। ফেরার কথা থাকলেও আফ্রিদি আর আসছেন না।

এবারের বিপিএলে ৬ ম্যাচ খেলেছেন আফ্রিদি। যদিও আশানুরূপ পারফর্ম করতে পারেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ছয় ম্যাচে বল হাতে দুটি উইকেট ও ব্যাট হাতে ৩৯ রান করেন আফ্রিদি। এর মধ্যেই দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। 

ঢাকা প্লাটুন স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকির আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আহমেদ শেহজাদ, ফাহিম আশরাফ, আসিফ আলী, লুইস রিস ও শহীদ আফ্রিদি।

রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, টম অ্যাবল, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শেহজাদ ও জুনায়েদ খান।

Bootstrap Image Preview