Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটের জন্য পাকিস্তান সম্পূর্ণ নিরাপদ: আমির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১২:৩৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১২:৩৩ PM

bdmorning Image Preview


ক্রিকেটের জন্য পাকিস্তান সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ দলের অবশ্যই পাকিস্তান যাওয়া উচিত। খুলনা টাইগার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে খেলতে আসা পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন। 

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য ঝুলছে। যদিও মাস খানেক আগে শ্রীলংকা দল পাকিস্তান সফর করে এসেছে। তাই শ্রীলংকার কাছ থেকে পাকিস্তানের নিরাপত্তা সম্পর্কে জানতে বলছেন আমির।

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি। আলোচনা চলছে বিসিবি-পিসিবির মধ্যে। এমন অবস্থায় মোহাম্মদ আমির ক্রিকফ্রেঞ্জিকে বলছেন, ‘অবশ্যই পাকিস্তান যাওয়া উচিত বাংলাদেশের। পাকিস্তান নিরাপদ। আপনার বিশ্বাস না হলে শ্রীলংকাকে গিয়ে প্রশ্ন করুন। সব উত্তর পেয়ে যাবেন।’

গেল বছর পাকিস্তানের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলংকা। দুই মাস পর টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তানে যায় লঙ্কানরা। শ্রীলংকা দলের পাকিস্তান সফর করার কারণেই নিজের দেশকে নিরাপদ বলছেন আমির।

বাংলাদেশ দলও পাকিস্তান সফরে যেতে চায়। তবে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বিসিবির চাওয়া প্রথমে টি-টোয়েন্টি সিরিজ হোক, এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান যাওয়ার ব্যাপারে ভাবা হবে।

নিরাপত্তা ইস্যুতেই মূলত দুই ভাগে ভাগ হয়ে সিরিজ খেলতে চায় বাংলাদেশ। কিন্তু পিসিবি চাইছে একেবারে পুরো সিরিজটি আয়োজন করতে। দুই বোর্ডের মতের অমিল হওয়ায় সিরিজটির ভাগ্য অন্ধকারে পড়ে গেছে।

Bootstrap Image Preview