ভারতের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফর্ম করছেন বিরাট কোহলি। ভারতীয় এ তারকা ব্যাটসম্যান জাতীয় দলে সফল হলেও অধিনায়ক হিসেবে বরাবরই ব্যর্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।
আপিএলের গত আসরগুলোতে এবি ডিভিলিয়ার্স, যুবরাজ সিং, ক্রিস গেইলদের মতো মহাতারকারকে নিয়েও শিরোপা জিততে পারেননি বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জান বেঙ্গালুরু।
আসন্ন আইপিএলের নিলামে বেঙ্গালুরু দলে নিয়েছে অস্ট্রেলিয়ান জাতীয় দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। নিলামে দলে নেয়ার পর থেকেই অফ ফর্মে চলে গেছেন অজি এ তারকা ব্যাটসম্যান।
বিগ ব্যাশের গত আসরে মেলবোর্ন রেনেগেডসকে চ্যাম্পিয়ন করা অ্যারন ফিঞ্চ এবারের লিগে শোচনীয় ফর্মে! বিগ ব্যাশে এবার হতাশাজনক পারফর্ম করছে ফিঞ্চের নেতৃত্বাধীন মেলবোর্ন রেনেগেডস। চলতি বিগ ব্যাশে টানা ছয় ম্যাচে পরাজিত মেলবোর্ন।
সবশেষ তিন ম্যাচে ৯, ২৫ ও শূন্য রানে আউট হওয়া অ্যারন ফিঞ্চকে নিয়ে বেঙ্গালুরুর সমর্থকরা টুইট বার্তায় বলেন, আইপিএলের অভিশপ্ত দল বেঙ্গালুরু। কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই ফর্মহীনতায় ভুগছেন অ্যারন ফিঞ্চ।