Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন নিয়মে হতে পারে এবারের আইপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১২:৪৮ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১২:৪৮ PM

bdmorning Image Preview


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দর্শকদের জন্য সুখবর। চাকরিজীবীরা যাতে অফিস শেষে বাসায় ফিরে পরিবারকে নিয়ে মাঠে বসে আইপিএল দেখতে পারেন সেই চিন্তা করছে আয়োজকরা।

আইপিএলের গত আসরগুলোতে বিকাল এবং রাতে দুটি করে ম্যাচ হলেও এবারের আসরে প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজনের চিন্তা করছে কর্তৃপক্ষ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলের এখনও পুরো সূচি চূড়ান্ত হয়নি। তবে ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল শুরু হবে। ২৪ মে হবে ফাইনাল। আগে সিদ্ধান্ত ছিল ৪৫ দিনের। এবার ৫৭ দিনে আইপিএল ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা চলছে। এমনটি হলে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইপিএল ম্যাচের সময় সূচি নিয়ে সেই কর্মকর্তা জানান, টিআরপি অবশ্যই ফ্যাক্টর। তবে ম্যাচ দেরিতে শেষ হলে স্টেডিয়ামের দর্শকদের বাড়িতে ফিরতে অসুবিধা হয়। এই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খুব সম্ভবত সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। সাড়ে ৭টায় ম্যাচ শুরু হলে অফিস থেকে ৬টায় বের হয়ে বাড়ি ফিরে পরিবারকে নিয়ে স্টেডিয়ামে আসা কঠিন। এ সব চিন্তা করে আমাদের আরও আলোচনার প্রয়োজন।

তিনি আরও বলেছেন, ফ্র্যাঞ্চাইজিদেরও বিকালের খেলায় দর্শক দিয়ে মাঠ পরিপূর্ণ করতে অসুবিধা হয়। তাই বিকালের খেলা বাদ দিয়ে প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজনই সেরা অপশন।

Bootstrap Image Preview