Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নারের বদান্যতায় খুশি ক্ষুদে ভক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১২:৫৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১২:৫৩ PM

bdmorning Image Preview


বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে। তার রাজসিক যাত্রাই হয়েছে বলা চলে।

নির্ভার ওয়ার্নার খেলে চলেছেন আপন ছন্দে। সময়টাও ভালোই যাচ্ছে। সোমবার ওয়ার্নারের সেঞ্চুরির ম্যাচে নিউজিল্যান্ডকে ২৭৯ রানের ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। এমন জয়ে স্বভাবতই তুষ্ট ওয়ার্নার।

মঙ্গলবার টুইটারে একটি ভিডিও শেয়ার করেন অজি ব্যাটসম্যান। এতে দেখা গেছে, মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন ডেভিড ওয়ার্নার। প্র্যাকটিস শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন তিনি। পথিমধ্যে এক ক্ষুদে ভক্তের হাতে নিজের ব্যাট তুলে দেন তিনি। ক্রিকেট কিংবদন্তির এই বদান্যতায় বেজায় খুশি হয় ওই শিশু। অন্যরাও বাঁধভাঙা উল্লাসে মাতে।

লাইক করে নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান কেভিন রবার্টস। ডিন জোনসের মতো কিংবদন্তিও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Bootstrap Image Preview