টেস্ট ক্রিকেটকে ছোট করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিকল্পনাকে সমর্থন দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর এবার চার দিনের টেস্ট খেলতে প্রস্তুত প্রোটিয়ারাও।
আইসিসি ২০২৩ সাল থেকে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজগুলো চার দিনের করতে চাচ্ছে। যাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি সময় দেয়া যায়। পাঁচ দিনের টেস্টের কারণে সূচি তৈরি করতে ঝামেলা হয় আইসিসির। যে কারণে টেস্টের দিন কমিয়ে আনতে চাইছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
চার দিনের বিপক্ষে অবস্থান নেবে দক্ষিণ আফ্রিকা, এমন একটি প্রতিবেদন সোমবার প্রকাশ করে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা। তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দ্রুত একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
তারা বলেছে, 'একটি অসমর্থিত সূত্রর বরাত দিয়ে ভিত্তিহীন একটি প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা তাদের বলতে চাই, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে আইসিসির চার দিনের টেস্টের পরিকল্পপনাকে সমর্থন দিচ্ছে। প্রকৃতপক্ষে, কয়েক বছর আগে আমরাই প্রথম আনুষ্ঠানিকভাবে চার দিনের টেস্ট শুরু করেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে।'
অবশ্য আইসিসির এই পরিকল্পনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে চার দিনের টেস্ট নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
তাঁর মতে, 'আমি চার দিনের টেস্টের সমর্থক নই। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হবে না। এরপর তিন দিনের টেস্টের কথা বলবেন। আমি বলতে চাচ্ছি আপনারা ঠিক কোথায় থামবেন? এরপর কথা উঠবে যে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে। আমি চার দিনের টেস্টকে মোটেও সমর্থন করতে পারছি না।'
দীর্ঘদিন থেকেই টেস্ট ক্রিকেট থেকে একদিন ছাঁটাই করার পরিকল্পনা করছে আইসিসি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট আয়োজন করেছিল তারা। এরপর ২০১৯ সালে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে।
চার দিনের টেস্টের পক্ষে-বিপক্ষে যুক্তি দিচ্ছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররাও।