বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজকের (৮ জানুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং খুলনা টাইগার্স। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড় টায়।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।
এখন পর্যন্ত নয় ম্যাচে পাঁচটি জয় পেয়েছে খুলনা। এই ম্যাচ জিতলে প্লে অফের দিকে আরও একভাগ এগিয়ে যাবে তারা। দশ ম্যাচে পাঁচটি জয় পাওয়া কুমিল্লার প্লে অফ নিশ্চিত করা অবশ্য একটু কঠিন। আসরে বাকি দুই ম্যাচের দুটিতে জেতা ছাড়াও পয়েন্ট টেবিলের সমীকরণের ওপর নির্ভর করতে হবে তাদের।
খুলনা টাইগার্স স্কোয়াডঃ মুশফিকুর রহিম (অধিনায়ক) , শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, হাশিম আমলা, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মাদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমতউল্লাহ গুরবাজ।
কুমিল্লা ওয়ারিয়র্স স্কোয়াডঃ ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, আল আমিন হোসেন সিনি., ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন অনি, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, ডেভিড ভিসে, মুজিব উর রহমান ও দাসুন শানাকা।