দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ইংল্যান্ডের তরুণ ওপেনার ডম সিবলি। ১৩৩ রানের ইনিংসের পর স্বভাবতই তাঁকে নিয়ে প্রশংসা করছে সবাই। তবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির চেয়েও অন্য কারণে এই মুহূর্তে সংবাদের শিরোনামে সিবলি ও তাঁর পরিবার। কারণ তাঁর এই সেঞ্চুরির সুবাদে ৯ বছর আগের বাজি জিতেছে সিবলি পরিবার।
এই বাজি কোনো ম্যাচ পাতানো বা গড়াপেটা না। এই ধরনের বাজি ধরা ইংল্যান্ডে আইনসিদ্ধ বিষয়। বাজিটি ধরেছিলেন সিবলির দাদা কেনেথ ম্যাকেঞ্জি। যিনি মারা গিয়েছিলেন ২০১১ সালে। মৃত্যুর চার মাস আগে বেটিং সিন্ডিকেটে গিয়ে দু’টি বাজি ধরে বসেন তিনি। একদিন ইংল্যান্ড দলে খেলবে সিবলি এবং টেস্ট সেঞ্চুরি করবে সে; এই দুটি বাজি ধরেছিলেন তিনি।
দুই মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে দলে অভিষেক হয় সিবলির এবং এবার সেঞ্চুরিও করেছেন তিনি। এর মানে তাঁর দাদার ধরা দুটি বাজিই জিতছে তারা। বাজিতে সিবলি পরিবারের আর্থিক প্রাপ্তি ২১,৬০০ পাউন্ড বা ২৮,৫০০ মার্কিন ডলার বা প্রায় ২৪ লক্ষ টাকা!
এই বাজি সম্পর্কে জানতেন না পরিবারের কেউই। সারের উইলিয়াম হিল বেটিং সিন্ডিকেটের একটি কেন্দ্রে গিয়ে সিবলির মা ক্রিস্টিন সিবলি জানতে পারেন বিষয়টি।
তিনি বলেন, 'ডমের এই সেঞ্চুরি করার মুহূর্ত দেখতে পেলে খুশিই হতেন বাবা। তাই বেটিং কেন্দ্রে গিয়ে বাবার বাজি রাখার সেই ঘটনা শুনে চোখে জল এসে গিয়েছিল। ডমকে ভালো খেলতে দেখেও ওর কথা ভেবে কান্না আসছে। তিনি এমন একটা বিষয় নিয়ে বাজি রেখেছিলেন ১১ বছর আগে (৯ বছর), যা আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না।'
ছোটবেলা থেকেই সিবলির প্রতি আস্থা ছিল দাদার। যে কারণে এমন বাজি ধরেন তিনি। সিবলির মা বলেন, 'ভাবতেই পারি না, নাতির প্রতিভার প্রতি আস্থা রেখে ডমের দাদা অদ্ভুত একটা বাজি ধরবেন। ডমের যখন পাঁচ বছর বয়স, তখনই বাবা বলেছিলেন, ডম একদিন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবে।'