Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রুশো-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহ খুলনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৩:১৭ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৩:১৭ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করেছে খুলনা টাইগার্স। রাইলি রুশো ও মুশফিকুর রহিমের ব্যাটে বড় সংগ্রহ পেল খুলনা টাইগার্স। কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৮০ রানের টার্গেট দিল তারা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরুটা ভালো করে খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। সাত ওভারের মধ্যে অর্ধশত রানের জুটি গড়েন তারা। দুজন উদ্বোধনী জুটিতে তুলে ৭১ রান। 

চারটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৩৮ রান করে সৌম্য সরকারের শিকারে পরিণত হন শান্ত। এরপর রাইলি রুশোর সঙ্গে দলের রান বাড়াচ্ছিলেন মিরাজ। যদিও বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ৩৯ বলে ৩৯ রান করে ডেভিড ভিসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

ততক্ষণে বড় স্কোরের ভিত পেয়ে যায় খুলনা। ২ উইকেট হারিয়েই ৯৪ রান তুলে ফেলে তারা। পরে সেটা বাড়াতে থাকেন রুশো ও মুশফিক। তবে বেশি চড়াও ছিলেন রুশো। ব্যাটতে তলোয়ার বানিয়ে কুমিল্লা বোলারদের কচুকাটা করেন তিনি। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন এ প্রোটিয়া। আসরে এটাই তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৮৫ রানের হার না মানা জুটি গড়েন রুশো।

শেষপর্যন্ত ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৬ বলে ৭১* রান করেন তিনি। মুশফিক করেন ১৭ বলে ২৪* রান। 

সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১৭৯/২ (২০ ওভার)
(রুশো ৭১*, ,মিরাজ ৩৯, শান্ত ৩৮; ভিসে ১/৩০)

Bootstrap Image Preview