রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। সেই ছাত্রী আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি মানসিকভাবে আরও শক্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন ‘ধর্ষণের শিকার শিক্ষার্থীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড তাকে দেখেছে। আগামীকাল বোর্ড সিদ্ধান্ত নেবে এই শিক্ষার্থীকে রিলিজ করা হবে কিনা। তিনি নিজেও এখানে আর থাকতে চাইছেন না।’
সকালে র্যাবের সদস্যরা ঢামেক হাসপাতালে এসেছিলেন জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘তারা আমার সঙ্গে কথা বলেছেন।’
এদিকে বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে শ্যাওড়া রেলক্রসিং থেকে ধর্ষক মজনুকে গ্রেফতার করেছে র্যাব। ছবি দেখিয়ে ভিকটিমের কাছ থেকে আসামিকে শনাক্ত করা হয়েছে।