Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিল ইরান।

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৫:৪৮ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৫:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দেশটিকে আগেই সতর্ক করেছিল ইরান।বুধবার মধ্যরাতের কিছু পরেই ইরানের কাছ থেকে ইরাক সতর্ক বার্তা পেয়েছিল বলে ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি জানিয়েছেন। খবর বিবিসির।ওই বার্তায় বলা হয়েছিল, কাসেম সোলাইমানির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বা ছুড়তে যাচ্ছে।

মাহদি বলেন, তাদেরকে বলা হয়েছিল যেসব স্থানে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে শুধু সেসব স্থানকেই টার্গেট করা হবে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ফোন কল পেয়েছিল ইরাক। যাতে বলা হয় যে, আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটি এবং ইরবিল প্রদেশের হারির বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করেছে।

হামলা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে ইরাকি বাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানান আদেল আব্দুল মাহদি।

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান।মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলায় ৮০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনি বলেছেন, ‘মিসাইল হামলা ছিল আমেরিকার সৈন্যদের জন্য একটি চপেটাঘাত’। তিনি এ অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে মার্কিন সেনাদের সরে যাওয়ার আহ্বান জানান।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ হামলার কথা স্বীকার করলেও কোনো প্রাণহানির কথা জানায়নি।

Bootstrap Image Preview