কুমিল্লা ওয়ারিওরসের বিপক্ষে রাইলি রুশো যেন হাত খুলে ব্যাটিং করলেন। চার ছক্কা ও ছয় চারে ৭১ রানের এক বিরাট ইনিংস খেললেন। অন্যদিকে মিরাজ ও শান্তর ৭১ রানের জুটিতো ছিলোই। সেই সাথে মুশফিকের ১৭ বলে ২৪ রান। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে খুলনার স্কোর দাঁড়ায় ১৭৯ রানে।
বিপিএলে টিকে থাকার এই লড়াইয়ে কুমিল্লার জন্য রানের পাহাড় তৈরি করে মুশফিকরা। মিরপুরের উইকেটে তা টপকানো খুব একটা সোজা কাজ নয়।
রানের এই পাহাড় পেরেতো হলে কুমিল্লাকেও বিধ্বংসী ব্যাটিং করতে হবে। কিন্তু ১৮০ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। পাঁচ ওভারের মধ্যেই তাদের দুই ব্যাটসম্যান বিদায় নেন।
এরপর সাব্বির ও সৌম্যর ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে কুমিল্লা। কিন্তু খুলনার বোলারদের তপে সেই স্বপ্ন শেষ হয়ে যায় কুমিল্লার। অবশেষে ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তাঁরা। এই পরাজয়ে কুমিল্লার বিপিএলে টিকে থাকার আশা প্রায় শেষ। ব্যাট হাতে সাব্বির ৩৯ রানে ৬২ রান করেন।