Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীর বেগমগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:৪২ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নোয়াখালীর বেগমগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার ( ৮ জানুয়ারি) বিকালের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালের দিকে দুজন ফ্রিজের ইলেকট্রিক মিস্ত্রী বাড়িতে আসে একটি ফ্রিজ ঠিক করতে। এ সময় মিস্ত্রিদের একটি সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই ফ্রিজ মিস্ত্রি আরমান আলীর (২৮) মৃত্যু হয়। সে একই উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজন ফ্রিজ মিস্ত্রিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফয়েজ (১৫) উপজেলার জিততলি ইউনিয়নের গুলজার হোসেনের ছেলে। বেগমগঞ্জ থানার এএসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview