টাইগারদের আসন্ন পাকিস্তান সিরিজ এখনো নিশ্চিত হয়নি। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি খেলতে রাজি বিসিবি কিন্তু টেস্ট নয়। বিসিবির এই প্রস্তাব মানতে নারাজ পিসিবি। তাই এই সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে বুঝা পড়া চলছেই।
পাকিস্তান সিরিজ হবে কি না তার ফয়সালা মনে হয় আজই হবে। সেই জন্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সাথে বিশেষ মিটিংয়ে বসেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
মিটিং এখনো চলছে মিটিং শেষ হলে জানা যাবে পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ কি?