Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুইমাসে ৪৪৫ জন ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:৫৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম জানান, ভারতে নাগরিকত্ব আইন পাশ করার পর গত ৬০ দিনে ভারত থেকে বাংলাদেশে ৪৪৫ জন অনুপ্রবেশ করেছে।

সাফিনুল ইসলাম বলছেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই ব্যাপারে নিশ্চিত যে যারা অনুপ্রবেশ করেছে তারা সবাই বাংলাদেশী। তারা ভিবিন্ন সময় কাজ করার জন্য দালালদের মাধ্যমে ভারতে চলে গিয়েছিল। অনুপ্রবেশকারীরা বেশির ভাগই ঝিনাইদহ, মহেশপুর এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রবেশ করে। অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে ২৫৩টি মামলা হয়েছে তাদের মধ্যে ৩ জন দালালও আছে।

বিজিবি মহাপরিচালক বলেন, এনআরসি (ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেনস) বা সিএএ (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট) ভারতের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা আমাদের দায়িত্ব সফলভাবেই পালন করে যাচ্ছি। এনআরসি বা সিএএ নিয়ে ২৫ থেকে ৩০ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে কোনো আলোচনাও হয়নি।

তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ এক হয়েছে। আমাদের হিসেবে ২০১৯ সালে সীমান্তে ৩৫ জন হত্যা হয়েছে তবে ভারতের হিসেবে তা আরও কম। এ বিষয়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন।

 

Bootstrap Image Preview