Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোয়াইট হাউসে হামলা করবে ইরান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৭:১২ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৭:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছে। পরষ্পরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অব্যাহত হুমকি দিয়ে চলেছে তেহরান ও ওয়াশিংটন।

এবার হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়েছেন এক ইরানি এমপি। আবুল ফজল আবুতোরাবি নামের ওই এমপির বরাত দিয়ে ইরানের লেবার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউসে হামলা চালাতে পারে ইরান।

রোববার ইরানের ওই এমপি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতেই জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান।

তিনি বলেন, আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের যোগ্য জবাব দিতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে।

Bootstrap Image Preview