Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে আমেরিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৭:১৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৭:১৯ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা সরিয়ে নিতে শুরু করেছে আমেরিকা। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে কয়েকটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলোর বরাত দিয়ে প্রিস টিভি বলেছে, আমেরিকা গতকাল (শনিবার) থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনগুলোর রক্ষার জন্য আমেরিকা আরো ৭০০ সেনা পাঠাচ্ছে বলে খবর বের হলেও সামরিক সূত্রগুলো বলছে, কুয়েত থেকে আমেরিকা কম্ব্যাট ট্রুপস সরিয়ে নিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যে তারা সামরিক উপস্থিতি বাড়াবে। ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনীর কুদ্‌স ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের পর যখন আমেরিকা মধ্যপ্রাচ্যজুড়ে প্রচণ্ড চাপের মুখে রয়েছে তখন কয়েকটি সামরিক সূত্র মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার এই খবর দিল।

আজই ইরাকের জাতীয় সংসদের ১৭০ জন সদস্য ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের খসড়া প্রস্তাবে সই করেছেন। এই প্রস্তাব ইরাকের সংসদে চূড়ান্তভাবে পাস হলে আমেরিকা ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে।

Bootstrap Image Preview