লেবাননের ওলামা পরিষদ জানায়, সোলাইমানিকে মার্কিন হামলায় হত্যার প্রতিশোধ নেয়ার অধিকার ইরানের রয়েছে। আর তাই ইরাকে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনাকে সমর্থন দিয়ে স্বাগত জানিয়েছে লেবাননের ওলামা পরিষদ।
আরো বলা হয়েছে, ইরান-ইরাকে সোলাইমানি ও কমান্ডার আবু মাহদির প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনাটি ঐতিহাসিক। গণহারে যুক্তরাষ্ট্রকে বয়কট করা হবে বলেও মনে করেন তারা। মার্কিন দুটি ঘাঁটি লক্ষ্য করে ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।