Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সিরিজ নিয়ে শুরু থেকেই মুশফিকের আগ্রহ ছিলো নাঃ পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৯:৩৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


পাকিস্তানের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি  সিরিজ খেলতে শুরু থেকেই কোন আগ্রহ দেখায়নি মুশফিকুর রহিম।তবে অন্য খেলোয়াড়রা শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

 এই সিরিজে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি না টেস্ট খেলতে যাবে সেটি আগামীকা চূড়ান্ত হবে ।

তবে পাকিস্তান সিরিজের শুরু থেকেই নাকি মুশফিকুর রহিম পাকিস্তানের মাটিতে গিয়ে সিরিজ খেলার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি।
এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন  গণমাধ্যমকে জানিয়েছেন,পাকিস্তান সিরিজ নিয়ে মুশফিকের শুরু থেকেই আগ্রহ কম ছিলো। তবে দলের অন্য খেলোয়াড়রা টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

এদিকে পাকিস্তান চাচ্ছে টি-টোয়েন্টি নয়, টেস্ট সিরিজ খেলতে। কারণ  টেস্ট সিরিজটি  চ্যাম্পিয়নশীপের সাথে জড়িত। 
 
এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে বিসিবিও চিন্তিত। কারণ না খেললে টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট কাটা যেতে পারে। সেই কথা মাথায় নিয়েই 
আগামীকাল চূড়ান্ত সিন্ধান্ত নিবে বিসিবি।

Bootstrap Image Preview