Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার জয়ে রংপুরের বিদায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১০:২৪ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১০:২৪ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের ৩৮তম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা প্লাটুন। এই জয়ের ফলে রংপুরকে বিদায় করে টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ঢাকার দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি শেন ওয়াটসনের রংপুর। অধিনায়ক মাশরাফি, অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান এবং দুই পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফ ও সাদাব খানের দারুণ বোলিংয়ে ১৫.৩ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয় রংপুর।

মেহেদি মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। অপরদিকে ২টি করে উইকেট নেন মাশরাফি, ফাহিম এবং সাদাব। এছাড়া একটি উইকেট পান হাসান মাহমুদ।ঢাকার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সর্বোচ্চ ২৩ রান করতে পেরেছেন ডানহাতি ব্যাটসম্যান আল-আমিন।

এছাড়া ২০ রান আসে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। 

এর আগে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন। মূলত তাসকিন আহমেদ- মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকার সংগ্রহটা নাগালে রাখতে সক্ষম হয় রংপুর।

মুস্তাফিজ ও তাসকিন উভয়ই ৩টি করে উইকেট নিয়ে ঢাকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। এছাড়া আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী নেন ২টি উইকেট। তাসকিন-মুস্তাফিজদের আগুনে বোলিংয়ের সামনেও দায়িত্বশীল ব্যাটিং করেন ঢাকার ওপেনার তামিম ইকবাল।

তামিমের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪০ রানের ইনিংস। তামিম ছাড়াও শেষের দিকে ১৯ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দেন পাকিস্তানি রিক্রুট সাদাব খান। যেখানে ৩টি ছক্কা এবং একটি চার মারেন তিনি। ঢাকাকে এত অল্প রানে আটকে রেখেও অবশ্য শেষ পর্যন্ত পরাজয়ের কাতারেই থাকতে হলো রংপুরকে। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

ঢাকা প্লাটুনঃ ১৪৫/৯ (২০ ওভার) (তামিম ৪০, শাদাব ৩১*; তাসকিন ৩/৩২, মুস্তাফিজ ৩/৩৪)

রংপুর রেঞ্জার্সঃ ৮৪/১০ (১৫.৩ ওভার) (ডেলপোর্ট ২০, আল-আমিন ২৩; মেহেদি ৩/১৩, মাশরাফি ২/১৮) 

Bootstrap Image Preview