Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানের সাথে পরমাণু যুদ্ধের ইস্যুতে যা বললেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১০:২৭ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১০:২৭ AM

bdmorning Image Preview


ইরানের পরমাণু যুদ্ধ করার ক্ষমতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানের বিরুদ্ধে একজোট হতে রাশিয়া, চীনসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব এবং নীতি নিয়ে প্রশ্ন উঠে। এরই প্রেক্ষাপটে বুধবার জাতীয় উদ্দেশে দেওয়া ভাষণ এমনটি দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, ইরানকে কখন-ই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আমেরিকার জনগণ অত্যন্ত কৃতজ্ঞ ও আশ্বস্ত হবেন এটা জেনে যে, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের সেনারা নিরাপদে আছেন। আমাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে আগে থেকেই সতর্ক হয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এদিকে, ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের তিক্ততা ক্রমে বাড়তে থাকে। মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পরে তা তলানিতে গিয়ে ঠেকেছে। এর প্রতিশোধ নিতে ইরান শুরু করে প্রত্যাঘাত। ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে এক ডজন মিসাইল হামলা চালায় তেহরান। যদিও এই প্রত্যাঘাতের পরও কড়া কোনো প্রতিক্রিয়া জানান নি মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সব ঠিকই আছে।

ইরান জানিয়েছে, বুধবার ভোররাতে তারা ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ করে এক ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। মার্কিন সেনাসূত্রেও জানানো হয়েছে, ইরাকে দুটি মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই তথ্য মেনে নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস জানিয়েছে, গত সপ্তাহে সোলাইমানির মৃত্যুর প্রত্যাঘাত করতেই এই হামলা। টিভিতে বিবৃতি দিয়ে এ কথা জানানোর পাশাপাশি আমেরিকাকে সতর্কও করেছে তেহরান। ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া না হলে আরও মৃত্যু দেখতে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

Bootstrap Image Preview