চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়েছেন জেমস অ্যান্ডারসন। কেপ টাউন টেস্টে বাম পাঁজরে চোট পাওয়ায় দেশে ফিরে আসতে হচ্ছে ৩৭ বছর বয়সী এই ডানহাতি পেসারকে।
পেস বোলার হিসেবে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করা অ্যান্ডারসন কেপ টাউন টেস্টের শেষ দিন পাঁজরে চোট পান। কিন্তু এরপর ব্যাথা নিয়েই বোলিং করেন তিনি। পরবর্তীতে বুধবার স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে পাঁজরের ইনজুরিতে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
কেপটাউন টেস্ট দিয়েই দীর্ঘ চার মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামেন অ্যান্ডারসন। গত অ্যাশেজ সিরিজে মাত্র চার ওভার বোলিং করার পর কাফ ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার। এবার আবারো ছিটকে পড়তে হলো তাঁকে।
অ্যান্ডারসনের অভাব এই সিরিজে নিঃসন্দেহে বোধ করবে ইংল্যান্ড। তাঁর দুর্দান্ত বোলিংয়ের কল্যাণেই কেপ টাউন টেস্টে ১৮৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট নিয়ে একাই প্রোটিয়া শিবিরে ধ্বস নামান অ্যান্ডারসন।
একই সঙ্গে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়ার রেকর্ড দখলে নেন অ্যান্ডারসন। ফলে ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথামকে টপকে যান তিনি। টেস্টে সবচেয়ে বেশি ৫ উইকেট নেয়া বোলারদের মধ্যে ৭ নম্বরে অবস্থান তাঁর।