Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবৈধ বোলিং এ্যাকশনের কারণে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার গ্রীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১১:১০ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১১:১০ AM

bdmorning Image Preview


অবৈধ বোলিং এ্যাকশনের অভিযোগে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের দল সিডনি থান্ডারের অফ-স্পিনার ক্রিস গ্রীন।

গত ২ জানুয়ারি ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাসে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে খেলার সময় ২৬ বছর বয়সি এই ক্রিকেটারের বিরুদ্ধে অবৈধ বোলিং এ্যাকশনের অভিযোগ তোলেন কর্তব্যরত আম্পায়াররা। এর প্রেক্ষিতে পরীক্ষার জন্য তাকে পাঠানো হয় ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। সেখানেও তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হেড অব অপারেশন্স পিটার রোচ বলেন, ‘আমরা ক্রিস ও থান্ডারকে যে নির্দেশনা দিয়েছি তারা এর প্রতি সম্মান প্রদর্শন করে সহযোগিতা করেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে ক্রিসের পরীক্ষা নেয়া হবে এবং সেখানে

সন্তোষজনক বোলিং করতে পারবে। আগামী মাস গুলোতে সেই লক্ষ্যে আমরা ক্রিসকে নিয়ে কাজ করার অপেক্ষায় আছি। পরবর্তী পরীক্ষার ভিত্তিতে তার নিষেধাজ্ঞার মেয়াদ পুন:নির্ধারিত হবে।’ তবে ব্যাটসম্যান হিসেবে গ্রীন এখনো দলে থাকতে পারবেন।

Bootstrap Image Preview