Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১ দিনে ২ হ্যাটট্রিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে জোড়া হ্যাটট্রিক। কয়েক ঘণ্টার মধ্যে এ টুর্নামেন্টে ২টি হ্যাটট্রিক দেখল ক্রিকেট বিশ্ব।

বুধবার সিডনি সিক্সার্সের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হ্যাটট্রিক করেন রশিদ খান। ম্যাচের ১১তম ওভারের শেষ ২ বলে জেমস ভিন্স ও জ্যাক এডওয়ার্ডসকে আউট করেন তিনি। ভিন্সকে উইকেটকিপারের হাতে বন্দি করেন আফগান রিক্রুট। এরপর একক দক্ষতায় এডওয়ার্ডসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এরপর ১৩তম ওভারের প্রথম বলে জর্ডন সিল্ককে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রশিদ। নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে এ লেগস্পিনার ২২ রান খরচ করে মোট ৪ উইকেট শিকার করেন।

এরপর এদিন মেলবোর্ন স্টারের হয়ে হ্যারিস রউফ ৩ বলে ৩ উইকেট নেন। সিডনি থান্ডার্সের ব্যাটিংয়ের সময় ২০তম ওভারের দ্বিতীয় বলে ম্যাথিউ জিলকেসকে ক্যাচ আউট করেন তিনি। এরপর ক্যালাম ফার্গুসনক বোল্ড এবং ড্যানিয়েল স্যামসকে এলবিডব্লিউ করেন পাকিস্তানের পেস সেনসেশন।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ঘটেনি রউফের। তবে ইতিমধ্যে বিগ ব্যাশ লিগে সাড়া ফেলে দিয়েছেন তিনি। টুর্নামেন্টে এক ম্যাচে ব্যাটসম্যানকে আউট করার পর গলাকাটা ভঙ্গির সেলিব্রেশন করে বিতর্কে জড়ান ২৬ বছর বয়সী পেসার। এ বছর ডেল স্টেইনের পরিবর্তে মেলবোর্নে যোগ দেন তিনি।

Bootstrap Image Preview