Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমলা সাইড বেঞ্চে বসে থাকলে ভালো দেখায় না: ফস্টার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৩:০৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৩:০৬ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে আমলাকে একাদশে সুযোগ দিয়েছে দলটি। কম্বিনেশনের কারণে বিশ্বমানের এই ব্যাটসম্যানকে সাইড বেঞ্চে রাখতে হচ্ছে খুলনাকে। যা অনেক কঠিন একটি কাজ বলে জানিয়েছেন দলটির কোচ জেমস ফস্টার।

গত ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) খেলতে বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন তিনি। তাঁর দলের সঙ্গে যোগ দেয়ার পর তিনটি ম্যাচ খেলেছে খুলনা। যেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন তিনি। সেই ম্যাচে মাত্র ৮ রান করেছেন আমলা। 

খুলনা একাদশে চার বিদেশি হিসেবে নিয়মিত খেলছেন রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির এবং নাজিবুল্লাহ জাদরান। এই চারজনে দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে দলে, যাতে সন্তুষ্ট খুলনার কোচ ফস্টার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরে দলকে নিয়ে অনুশীলন শেষে ইংলিশ ক্রিকেটার ফস্টার বলেন, 'হ্যাঁ,অবশ্যই (আমলাকে দলের বাইরে রাখা কঠিন)। আপনি চেষ্টা করবেন দলের সঠিক কম্বিনেশন নিয়ে কাজ করতে। আমাদের দলে অনেক তারকা বিদেশি ক্রিকেটার রয়েছে।'

'হাশিম আমলা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। সে সাইড বেঞ্চে বসে আছে, যা ভালো দেখায় না। কিন্তু আমরা সঠিক ভারসাম্যের দল নিয়ে খেলছি। আমি একাদশের চারজন বিদেশি নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি।' যোগ করেন তিনি।

দেশি ক্রিকেটারের সঙ্গে রুশো, ফ্রাইলিঙ্ক, আমির, জাদরানদের কম্বিনেশনে বিপিএলের দারুণ অবস্থানে রয়েছে খুলনা। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে তারা।

Bootstrap Image Preview