Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন থেকে সরে যাচ্ছেন জাপার মেয়র প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৩:৪৯ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ লড়বেন না জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দিবেন।

জাপা প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, আমি মেয়র পদে নির্বাচন থেকে সরে যাচ্ছি। বিকাল তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন জমা দিব।

মিলন বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। আজ বিকাল সাড়ে তিনটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিব।

জাপা প্রার্থী মিলন প্রত্যাহার করে নিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের শেফ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন।

এ দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে  জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ফলে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটির নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির কোনো প্রার্থী থাকছে না। 

Bootstrap Image Preview