আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হল না মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ানের মতো তারকা ক্রিকেটারের৷
তবে বিশ্বকাপের জন্য জাতীয় নির্বাচক এই দল স্কোয়াড ঘোষণা করেননি। মঙ্গলবার ইন্দোর সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাটবাহিনী শ্রীলংকাকে হেলায় হারানোর পর বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ১৫ জনের ভারতীয় দল বেছে নেন ভিভিএস লক্ষ্ণণ৷ এই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জন ভারতীয় ক্রিকেটারের নামও ঘোষণা করেন ভেরি ভেরি স্পেশাল এই ব্যাটসম্যান৷
লক্ষ্মণ যে ১৫ জনের দল ঘোষণা করেছেন, তাতে জায়গা হয়নি ধোনি, ধাওয়ান। তবে দলে রেখেছেন শ্রীলংকার বিরুদ্ধে টি-২০ সিরিজে না-খেলা রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে৷ শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ‘হিটম্যান’-কে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা৷ গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়৷ টস হলেও বৃষ্টির জন্য বাইশ গজে বল গড়ানোর আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা৷
উল্লেখ্য, টি-টয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর পারথে৷ বিরাট কোহলিদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷