Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রবাসী বোনের লাশ নিয়ে বাড়ি ফিরে মাকেও পেলেন মৃত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৫:০৭ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৫:০৭ PM

bdmorning Image Preview


জর্ডান প্রবাসী আঁখি অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে দেশে ফেরেন। মঙ্গলবার রাতে আঁখি অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন ছোট বোন লাকি আক্তার। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বোনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন লাকি। জানা যায়, তার মা মানসিক রোগী ছিলেন। কিছুদিন আগেও তাকে পাবনার মানসিক হাসপাতালে  চিকিৎসা দেয়া হয়েছে।

এসআই শহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Bootstrap Image Preview