Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানে ঘড়ি হারালেন ওয়াসিম আকরাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৫:১৭ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৫:১৭ PM

bdmorning Image Preview


পারিবারিক সূত্রে পাওয়া ঘড়ি ফ্লাইটে হারিয়ে যাওয়ায় বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন পাক অলরাউন্ডার ওয়াসিম আকরাম। দিন দু’য়েক আগে এমিরেটসের করাচি থেকে দুবাইগামী বিমানে উঠেছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আকরাম।

সোশ্যাল মিডিয়ায় আক্রম জানিয়েছেন, কোন ফ্লাইটে ঘড়ি হারিয়েছেন তিনি। তাঁর সিট নম্বর কত ছিল, তাও জানিয়েছেন তিনি। টুইটে বিমান সংস্থাকে তাঁর সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলেছেন আকরাম। এমিরেটসের তরফে যে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে না, সেটাও সাফ জানিয়েছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, এটা সাধারণ কোনও ঘড়ি নয়, বরং এটা উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন।


 

Bootstrap Image Preview