Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচ বছর পর অবসর নিবেন গেইল! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৬:৫৩ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


ক্রিকেট বিশ্বে ২০ বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন ৪০ বছর বয়সি ক্যারিবিয়ান টি-টোয়েন্টির দানব ক্রিস গেইল।এই বয়সে অনেক খেলোয়াড়ই ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন কিন্তু গেইল আরও পাঁচ বছর ক্রিকেট মাঠে থাকতে চান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরে দলের সঙ্গে অনুশীলন শেষে গেইল বলেন,  ‘এখনও অনেক মানুষ ক্রিস গেইলের খেলা দেখতে চায়। খেলাটির প্রতি আমার এখনও ভালোবাসা এবং প্রবল আগ্রহ আছে। যতোদিন সম্ভব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাই।’

‘এখনও আমি বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছি। আমি এখনও মনে করি আমার অনেক কিছু দেয়ার আছে। শরীর ভালো অনুভব করছে এবং যতোদিন যাচ্ছে নিজেকে তরুণ মনে হচ্ছে। ৪৫ দারুণ একটি নম্বর। ৪৫ বছর পর্যন্ত খেলার চিন্তা করছি। আরও ৫ বছর খেলতে চাই।’ যোগ করেন তিনি।

এখন পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। যেখানে ২২ সেঞ্চুরি এবং ৮১ হাফ সেঞ্চুরিতে তাঁর নামের পাশে রয়েছে ১৩ হাজার ১৭৫ রান। 

Bootstrap Image Preview