Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজেকে অদ্বিতীয় বললেন গেইল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৭:১৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৭:১৬ PM

bdmorning Image Preview


বাইশ গজে তিনি এক ভয়ংকর ব্যাটসম্যান। বড় বড় ছক্কা মারা তাঁর কাছে যেন মামুলি মত। তাই নিজেকে বিশ্ব ক্রিকেটে ইউনিভার্স বস দাবি করেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল। 

নিজেকে অদ্বিতীয় দাবি করে গেইল জানিয়েছেন, ‘এখানে আর কেউ ক্রিস গেইল এবং ইউনিভার্স বস হতে পারবে না। সব সময় একজনই থাকবে। আমার মতো অন্য কেউ হতে পারবে না।’

বৃহস্পতিবার মিরপুরে গেইল বলেন, ‘এখন অনেক নতুন নতুন ক্রিকেটার এসেছে। এখান থেকে একজন চিহ্নিত করা কঠিন। একটা পর্যায়ে নতুন প্রজন্ম আসবেই। কিন্তু তাদেরকে টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করতে হবে এবং নিজের পরিচয় তৈরি করতে হবে। এরপর তারা সুপারস্টার হতে পারবে। পৃথিবী বৃত্তাকার, আমরা আসব এবং চলে যাব।’

এখন পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। যেখানে ২২ সেঞ্চুরি এবং ৮১ হাফ সেঞ্চুরিতে তাঁর নামের পাশে রয়েছে ১৩ হাজার ১৭৫ রান।

Bootstrap Image Preview