Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয় দিয়ে বিপিএল শেষ করতে চায় রংপুর 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩৯তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। ডাবল লিগ পর্বে ঢাকার ১১তম ম্যাচ হবে এটি। 

আর লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে রংপুর। প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে রংপুরের। অন্য দিকে দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ঢাকা। বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

তাই শেষ দুই ম্যাচ জিতে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার লক্ষ্য মাশরাফি বিন মর্তুজার ঢাকার। অবশ্য কাল জয় পেলেও, লিগ পর্বের শেষদিকে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সরিয়ে শীর্ষে উঠতে পারবে ঢাকা। অপরদিকে, জয় দিয়েই এবারের ‘বঙ্গবন্ধু’ বিপিএল শেষ করতে চায় রংপুর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় শুরু হবে ঢাকা-রংপুরের ম্যাচ।

নিজেদের শেষ ম্যাচে জিততে পারলেও ষষ্ঠস্থানেই থেকেই ‘বঙ্গবন্ধু’ বিপিএল শেষ করতে হবে রংপুরকে। কারণ ১১ ম্যাচে ৪ জয় ও ৭ হারে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানেই রয়েছে রংপুর। শেষ ম্যাচ জিতলে কুমিল্লা ওয়ারিয়র্সের সমান ১০ পয়েন্ট হবে রংপুরের। কুমিল্লা তাদের শেষ ম্যাচ হারলেও, রান রেটে পিছিয়েই থাকতে হবে রংপুরের।

Bootstrap Image Preview