ক্রিকেটীয় আইন অনুযায়ি আউট। কিন্তু এমন আইন মানতে অসুবিধা হল ব্যাটসম্যান ও তাঁর দলের ক্রিকেটারদের। বল বাউন্ডারি ওপারে পৌঁছে গিয়েছিল। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে ক্যাচ ধরল ফিল্ডার। তবুও নিয়ম মেনে আউট দিতে হল আম্পায়ারকে।
বিগ ব্যাশে ব্রিসবেন হিট আর হোবার্ট হ্যারিকেনের মধ্যে ম্যাচ চলছিল। হোবার্ট-এর ব্যাটসম্যান ম্যাথু ওয়েড দুর্দান্ত ব্যাটিং করছিলেন। ৪৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। তবে তিনি ছাড়া দলের আর কেউ বড় রানের মুখ দেখেননি।
কিন্তু ইনিংসের ১৫তম ওভারে আউট হন ওয়েড। এবং তাঁর আউট ক্রিকেটের নিয়ম নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়ে গেল। বেন কাটিংয়ের ডেলিভারিতে বড় শট খেলেন ওয়েড। লং অন বাউন্ডারিতে ম্যাট রেন শ ক্যাচ ধরেন। তবে বাউন্ডারির বাইরে গিয়ে। এর পর কায়দা করে বল ঠেলে দেন বাউন্ডারির ভিতরে। ফিরতি ক্যাচ ধরেন টম ব্যান্টন।
Matthew Wade has to go after this spectacular effort from Matt Renshaw that will lead to plenty of debate about the Laws of Cricket! #BBL09 pic.twitter.com/wGEN8BtF5u
— cricket.com.au (@cricketcomau) January 9, 2020 ">ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ.........।