Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইজতেমা ময়দানে আরও ২ মুসল্লির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১০:৪৯ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১০:৪৯ AM

bdmorning Image Preview


টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। তারা হলেন- চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০) ও সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০)। উভয়ের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুই মুসল্লি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়েন্দার এক কর্মকর্তা মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে ওই দুই মুসল্লির মৃতের বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার ইয়াকুব আলী সিকদার নামে এক মুসল্লি ইজতেমায় যোগ দিতে এসে ময়দানে মারা যান।

Bootstrap Image Preview