Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে পোস্ট, ইসরাইলি সাংবাদিকের টুইটার একাউন্ট বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১১:০০ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১১:০০ AM

bdmorning Image Preview


ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের করা ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি ও আহতরা ইসরায়েলের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ‍টুইটারে পোস্ট দিয়েছিলেন সাংবাদিক জ্যাক খূরি। পরে তার অ্যাকাউন্টটি বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ।

ইরানি সংবাদমাধ্যম জানায়, জ্যাক খূরি নামের ওই সাংবাদিক তার টুইটার পোস্টে লেখেন, দৈনিক হারেৎজ থেকে পাওয়া তথ্য অনুসারে আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ জন মার্কিন সেনাকে তেল আবিবে নেওয়া হয়েছে। জ্ঞাত সূত্র অনুসারে, এসব সেনাকে তেল আবিবের সুরাস্কি মেডিকেল সেন্টার হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

জ্যাক খূরি ওই পোস্টে আরও লেখেন, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন যে, হাসপাতালে ডাক্তার ও স্টাফরা মার্কিন সেনাদের সর্বোচ্চ সেবা দেবে।

গতকাল বুধবার ওই পোস্ট দেন জ্যাক খূরি। এরপর মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার তার পোস্টটি মুছে দেয়। শুধু তাই নয়, জ্যাক খূরির টুইটার অ্যাকাউন্টটিও বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

গতকাল বুধবার ভোরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটি এবং ইরবিলের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৮০ মাকির্ন সেনা নিহত হয়েছে বলে দাবি করে ইরান। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ হামলায় তাদের কোনো সৈন্যই মারা যাননি।

Bootstrap Image Preview