Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন প্রস্তাব নিয়ে আইসিসিতে শাস্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১১:০২ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১১:০২ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক পর্যায়ে চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন পরিকল্পনার পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার এবং ক্রিকেটবোদ্ধা। ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রীও আইসিসির এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।

অবশ্য আইসিসিকে নতুন একটি প্রস্তাবও দিয়েছেন শাস্ত্রী। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের অস্তিত্ব রক্ষার জন্য সেরা ছয় দলকে পাঁচ দিনের টেস্ট একে অপরের বিপক্ষে বেশি পরিমাণে খেলার সুযোগ করে দেয়া উচিত।

এরপরের ছয় দলের জন্য চার দিনের টেস্টের নিয়ম করতে পারে আইসিসি। শাস্ত্রী বলেন, ‘চার দিনের টেস্ট বোকামি। যদি এটা হয় তাহলে আমরা সীমিত ওভারের টেস্ট খেলতে যাচ্ছি। পাঁচ দিনের টেস্ট নিয়ে অনর্থক কিছু করার দরকার নেই। যদি তারা সেটা চায়ই, তাহলে শীর্ষ ছয় দলকে পাঁচ দিনের টেস্ট এবং বাকি ছয় দলকে চার দিনের টেস্ট খেলার নিয়ম করুক।’

‘আপনি যদি টেস্ট ক্রিকেটকে বাঁচাতে চান, তাহলে সেরা ছয় দলকে একে অপরের বিপক্ষে আরও খেলতে দিন। খেলাটিকে জনপ্রিয় করার জন্য আপনার সীমিত ওভারের ফরম্যাট রয়েছে।’ যোগ করেন ভারতের প্রধান কোচ।

চার দিনের টেস্টের বিরোধিতা করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন, এখন চার দিনের টেস্টের প্রস্তাব গ্রহণযোগ্য হলে কয়েকদিন পর আরও একদিন কমানোর চেষ্টা করা হবে। এতে এক সময় টেস্ট ক্রিকেটই হারিয়ে যাবে। 

কয়েকদিন আগে কোহলি বলেছেন, ‘আমি চার দিনের টেস্টের সমর্থক নই। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হবে না। এরপর তিন দিনের টেস্টের কথা বলবেন। আমি বলতে চাচ্ছি আপনারা ঠিক কোথায় থামবেন? এরপর কথা উঠবে যে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে। আমি চার দিনের টেস্টকে মোটেও সমর্থন করতে পারছি না।’

দীর্ঘদিন থেকেই টেস্ট ক্রিকেট থেকে একদিন ছাঁটাই করার পরিকল্পনা করছে আইসিসি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট আয়োজন করেছিল তারা। এরপর ২০১৯ সালে ইংল্যান্ড-আয়ারল্যান্ড চারদিনের টেস্ট খেলে।

Bootstrap Image Preview