Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাণিজ্য মেলা বন্ধ থাকবে আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১১:২১ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১১:২১ AM

bdmorning Image Preview


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ বন্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) মেলার আয়োজক ও ইজারাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেন।

মেলার ইজারা পাওয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের মালিক মীর শহিদুল জানান, লোকসান হলেও ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ দিনটি শুক্রবার। এ দিনে বেশিরভাগ মানুষের ছুটি থাকায় মেলা জমে উঠে।

এবার বাণিজ্য মেলায় দর্শনার্থীর সংখ্যা খুবই কম। মাত্র ৪ থেকে ৫ হাজার দর্শনার্থী গড়ে প্রতিদিন আসছেন। এতে ইজারা নিয়ে হয়তো লোকসানের সম্মুখীন হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১০ জানুয়ারি শেরেবাংলা নগরে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। এ কথা তিনি মেলা শুরুর দিন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের জানান।

সভাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview