Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্মবিশ্বাস নিয়ে ভারত সফর করবে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১১:৩৮ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১১:৩৮ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতে, আসন্ন ভারত সফরে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাঁর দলকে। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। 

এই সফরে উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে যথেষ্ট বেগ পেতে হবে অজিদের, এমনই শঙ্কা ফিঞ্চের। শুধু তাই নয়, উপমহাদেশের মাটিতে নিজেদের পরিকল্পনা কতোটা কার্যকর হবে, সেটা নিয়েও সন্দিহান ৩৩ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

ফিঞ্চ বলেন, ‘যখন আপনি উপমহাদেশে খেলেন, তখন নিজেদের গেম প্ল্যান নিয়ে সন্দেহ থাকে। কারণ প্রতিপক্ষরা খুব বেশি প্রভাবশালী থাকে যখন তারা ভালো খেলে। ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দলগুলো আপনাকে নতুন করে দ্বিধান্বিত করে তুলবে।’  

যদিও নিজেদের সামর্থ্য এবং দক্ষতায় আস্থা রাখছেন ফিঞ্চ। তাঁর বিশ্বাস, ভারতের মাটিতে বিরাট কোহলিদের হারানো অসম্ভব কিছু নয় অস্ট্রেলিয়ার জন্য। ফিঞ্চের ভাষ্যমতে, ‘আমরা জানি আমাদের যে স্কিল আছে এতে ভারতকে তাদের মাটিতে হারানো সম্ভব। এটাই আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে ভারতে খেলতে যেতে।’  

আগামী ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ১৭ জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Bootstrap Image Preview