বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা ও সিলেটের পর আরো দুটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)। এর মধ্যে কক্সবাজারের রামুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী কয়েক মাসের মধ্যেই কার্যক্রমের জন্য উদ্বোধন করা হবে। বাকি দুটি হবে রাজশাহী ও ময়মনসিংহে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জাগো নিউজকে বলেছেন, ‘রাজশাহীর পবায় হবে বিকেএসপির সপ্তম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এ জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। জমিও অধিগ্রহণের কাজও চলছে। পনের একরের মতো জায়গায় হবে এই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এরপর ময়নসিংহের প্রকল্প গ্রহণ করা হবে।’
রাজধানী থেকে ৪৫ কিলোমিটার দুরে সাভারের জিরানীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হয়। তারপর এর কাজের গতি বৃদ্ধির জন্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রও করা হয়। এ পর্যন্ত ৫টি অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চলছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় বিকেএসটির শাখা অফিস তৈরির ঘোষণা দিয়েছেন আগেই।
বিকেএসপিতে এখন ১৮ ডিসিপ্লিন আছে। কেন্দ্রীয় বিকেএসপির ওপর চাপ কমাতে আগামীতে আঞ্চলিক কেন্দ্রগুলোর ওপর ডিসপ্লিনিগুলো ভাগ করে দেয়া হবে। আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সব ডিসপ্লিন থাকবে না। এক একটিতে কয়েকটি করে ডিসিপ্লন থাকবে। সেখান থেকে সেরাদের বাছাই করে নিয়ে আসা হবে সাভারের কেন্দ্রীয় বিকেএসপিতে।