Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার কানেরিয়াকে নিয়ে মুখ খুললেন সলমান বাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১২:৩৫ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১২:৩৫ PM

bdmorning Image Preview


হিন্দু হওয়ায় পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে সতীর্থদের কাছ থেকে খারাপ ব্যবহার পেতেন দানিশ কানেরিয়া। সম্প্রতি দেশটির এক টেলিভিশনে এ বোমা ফাটিয়েছেন শোয়েব আখতার। পরে সাবেক পাক গতিতারকার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন খোদ লেগস্পিনার।

তবে এ অভিযোগে বিস্মিত পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তিনি দাবি করেছেন, কানেরিয়ার সঙ্গে এরকম কোনো কিছুই ঘটেনি। তার মন্তব্য বানোয়াট ও মিথ্যা।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হন সালমান। পরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ হন তিনি। নির্বাসন কাটিয়ে ২০১৬ সালে ফেরেন বাঁহাতি ওপেনার।

সালমান বলেন, কানেরিয়ার মন্তব্যে বিস্মিত হয়েছি। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত আমি পাকিস্তান দলে ছিলাম। কানেরিয়ার সঙ্গে প্রচুর ম্যাচও খেলেছি। কখনই দেখিনি, হিন্দু হওয়ায় তাকে কেউ অসম্মান বা হেনস্থা করেছে।

তিনি বলেন, কানেরিয়া যেন স্বচ্ছন্দ বোধ করে, সেজন্য দলের পক্ষ হতে সব চেষ্টাই করা হতো। সে খেললে পাকিস্তানের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো। দেশের ক্রিকেটের জন্য একমাত্র হিন্দু হিসেবে তার খেলা বড় প্রাপ্তি ছিল।

কানেরিয়াকে পাক দলে কখনো অস্বচ্ছন্দ বোধ করতে দেখেননি বাট। তার ভাষ্যমতে, নিঃসন্দেহে সে ছিল উচ্চমানের বোলার। পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে ও। তবে শোয়েবের কথা নাকচ না করে সমর্থন করায় অবাক হয়েছি।

Bootstrap Image Preview