Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাপ্টেন কুল ধনি নেই লক্ষ্মণের বিশ্বকাপ একাদশে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ০১:১১ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ০১:১১ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে পর থেকে ভারতীয় দলে নেই সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরইমধ্যে দেশ ও দেশের বাইরে ধোনিকে ছাড়াই বেশ কয়েকটি সিরিজও খেলে ফেলেছে ভারত। এই মুহূর্তে যেমন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বিরাট কোহলিরা।

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি২০ বিশ্বকাপের জন্য মহেন্দ্র সিং ধোনি কি নির্বাচকদের পরিকল্পনায় আছেন? এ নিয়ে অনেক আলোচনাই হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। সেই আলোচনার মধ্যে আসছে বিশ্বকাপের জন্য নিজের পছন্দের দল বেছে নিলেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের সাবেক এ ক্রিকেটারের পছন্দের সেই দলে ধোনির জায়গা হয়নি।

লক্ষ্মণের পছন্দের ১৫ জনের স্কোয়াড-

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মনিশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।

Bootstrap Image Preview