Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত মাশরাফির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ০১:৫২ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ০১:৫২ PM

bdmorning Image Preview


এরই মধ্যে সেরা চার নিশ্চিত হয়ে গেছে ঢাকা প্লাটুনের আর সব সুযোগ শেষ হয়ে গেছে রংপুর রেঞ্জার্স। মূলত দুই দলের সবশেষ সাক্ষাতেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছিল ঢাকা। সে ম্যাচে হেরেই নিজেদের সুযোগও শেষ করেছিল রংপুর।

যার ফলে আজ (শুক্রবার) ঢাকা ও রংপুরের মধ্যকার ম্যাচটি অনেকটাই পরিণত হয়েছে নিয়মরক্ষার উপলক্ষ্যে। এ ম্যাচে রংপুরের হারানোর নেই কিছুই। তবে সেরা দুইয়ে থেকে প্লে-অফে যেতে এখনও জয়ের গুরুত্ব রয়েছে ঢাকার জন্য।

এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকার আমন্ত্রণে আগে ব্যাট করতে করতে নামবে শেন ওয়াটসনের রংপুর।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় পাওয়া ঢাকা ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে। অন্যদিকে রংপুর ১১ ম্যাচে জিতেছে ৪টি, অবস্থান করছে ছয় নম্বরে।

রংপুর একাদশ: নাইম শেখ, শেন ওয়াটসন, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, আলআমিন জুনিয়র, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, জুনায়েদ খান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, মুমিনুল হক, আরিফুল হক, আসিফ আলি, থিসারা পেরেরা, শাদাব খান, ফাহিম আশরাফ, মাশরাফি বিন মর্তুজা এবং হাসান মাহমুদ।

Bootstrap Image Preview