চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের বিদায় ঢাকা প্লাটুনের বিপক্ষে নয় বলে পাঁচ উইকেট হারিয়ে চমক দেখালো রংপুর রেঞ্জার্স।
বিপিএলের শুরু থেকেই একের পর এক ব্যর্থায় হতাশ করতে থাকে রংপুর। হারের বৃত্তে আটকে থাকা এই দলটি ১১ ম্যাচে জয় পেয়েছে ৪টিতে।
বিপিএলের বিদায়ী ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানে গুটিয়ে যায় ওয়াটসনরা। রংপুরের এমন ব্যাটিং ব্যর্থতাঁর দিনে সুযোগ কাজে লাগালেন লংকান পেস বোলার থিসারা পেরেরা।
খেলার ২০তম ওভার করতে এসে নিয়ে নিলেন চার উইকেট। ওভারের চতুর্থ বলে জুহুরুল ইসলামকে বোল্ড আউট করেন,এর পরেই বলেই তাসকিনও বোল্ড আউটের শিকার হন। ওভারের শেষ বলে রান আউট হন মোস্তাফিজুর,এরপর শেষ বলে আবার রান নিতে গিয়ে আউট হন আরাফাত সানি। শেষ ওভারে ৬ রান দিয়ে চার উইকেট নেন পেরেরা।
শুধু তাই নয়,শেষ নয় বলে ৫ উইকেট হারিয়েছে রংপুর। ১৮ ওভার ৩ বলে আল আমিনকে বোল্ড আউট করেন সাদাফ খান। এরপর শেষ ওভারে বাকি ছয় বলে চার উইকেট নেন থিসারা।