Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানমন্ডিতে জাল টাকার কারখানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ০৫:০৩ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ০৫:০৩ PM

bdmorning Image Preview


রাজধানীর ধানমন্ডিতে নকল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকাল থেকে ধানমন্ডির ওই বাসায় অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া কারখানা থেকে দুজন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

জানা যায়, শুক্রবার সকালে পশ্চিম ধানমন্ডির ১-ই/১০ নম্বর বাড়ির তৃতীয় তলায় এই অভিযান চালায় র‍্যাব। বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

র‍্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়িটির তৃতীয় তলায় জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়।’

Bootstrap Image Preview