নিজের অবসর নিয়ে মুখ খুললেন মাশরাফি
যদি পাকিস্তান সিরিজ না হয় তাহলে ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়য়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে টাইগার ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা কম থাকলেও অন্য একটি বিষয় উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। চারিদিকে গুঞ্জন উঠেছে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে যাচ্ছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
টেস্ট ও টি-টোয়েন্টিকে ম্যাশ বিদায় জানিয়েছেন অনেক আগেই। এখনো ওয়ানডে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কিন্তু বিশ্বকাপের পর থেকে এখনো কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
এখন অনেকেই ধারণা করছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে পারেন ম্যাশ। কিন্তু নিজের অবসর নিয়ে মাশরাফি কি বলছেন?
মিরপুরে রংপুরের বিপক্ষে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হন ম্যাশ। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজই তাঁর শেষ নাকি?
অভিমান মনে হয় না ঠিক, আপনারদের সাথে মিশসি , মনে হয় না এই জিনিসটা আমার মধ্যে আছে। শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ থেকে অবসর নেওয়ার অনেক কারণ থাকতে পারতো আমি কখনো আপনাদের কিছু বলেছি।আর অবসরের কথা বলছেন, হ্যাঁ এটা আপনার জায়গা থেকে আপনি বলতেই পারেন। আমি নিজেও হয়তো সেই জায়গায় অবস্থান করছি। আমি যেটা খেলছি সেটা উপোভোগ করছি। কিন্তু এখনো অবসর নেওয়ার চিন্তাভাবনা করিনি। যদি ক্রিকেট বোর্ড মনে করেন তেমন কিছু তখন ভাববো।'