গতবছর ইংল্যান্ড বিশ্বকাপে বল হাতে তেমন কিছুই করে দেখাতে পারেননি টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। আট ম্যাচ খেলে নিয়েছেন এক উইকেট। এমন পারফম্যান্স করার পর টাইগার দলের ওয়ানডে একাদশে জায়গা পাওয়া আশা করেন না ম্যাশ।
বিশ্বকাপের পর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে দলের ব্যক্তিগত কারণে নিজে থেকেই দলের বাহিরে ছিলেন মাশরাফি। এরপর কেটে গিয়েছে অনেক সময়। এই সময়ে বাংলাদেশ কোন ওয়ানডে সিরিজ খেলেনি।
শুনা যাচ্ছে আসন্ন পাকিস্তান সিরিজ না হলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পুরনাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। হয়তো এই সিরিজের মধ্যে দিয়ে আবারো ওয়ানডে ক্রিকেটে ফিরতে পারেন ম্যাশ। কিন্তু সেই সিরিজ তো পরের কথা। একাদশে জায়গা পাওয়া নিয়ে সন্দেহে আছেন তিনি।
শুক্রবার ঢাকা প্লাটুনের এই অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে বলেন, `৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর আমি আশা করি না যে আমাকে স্কোয়াডে নেয়া হবে। সত্যি বলছি।'
`এটা নির্বাচকদের ব্যাপার। নির্বাচকরা যদি মনে করে আমাকে সুযোগ দেবে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে আপনাদের সামনে কিভাবে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাবো। আমার জায়গায় অন্য কেউ হলে তো আরও আগে বাদ পড়ত।'
মাশরাফি আরও বলেন, `শ্রীলংকা সিরিজে ছিলাম হয়তো আমার ফিরে আসার একটা সুযোগ ছিলো। তারপরে আবার একটা বিরতি এসেছে। ওই সিরিজে সাকিবও ছিল না। তো সব কিছু মিলেছিলো। হয়তোবা একটা সুযোগ আমার এসেছিলো। এরপরে তো খেলার ভিতর আমি নেই। আমি তো জানি না নির্বাচকদের কি চিন্তা ভাবনা আছে। আমার সাথে আলোচনা হয়নি।'
`এরপরেও তো খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হয়েছে। আমার সঙ্গে কারও কোনো কথা হয়নি। এমি এরপরে একপক্ষ থেকে কিভাবে বলবো। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে চিন্তা করা উচিৎ আমি সেভাবেই করছি। খেলছি। উপভোগ করছি। যদি ওয়ানডে আসে আর উনারা মনে করে আমার খেলা উচিৎ। অবশ্যই আমি আছি। দিন শেষে আমার কাছে ক্রিকেটটাই সব।'