টেস্ট ও টি-টোয়েন্টিকে গুড বাই জানিয়েছেন অনেক আগেই। এখনো ওয়ানডে খেলে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। তাঁর অবসর নিয়ে চারিদিকে গুজন ছড়ালেও সেটি নিয়ে ভাবছেন না টাইগার দলের এই ওয়ানডে ক্যাপ্টেন।
ইংল্যান্ড বিশ্বকাপে বল হাতে ম্যাশ তেমন কিছুই করতে পারেননি। আট ম্যাচে মাত্র এক উইকেট নিয়েছেন।নিজের পারফম্যান্স নিয়েও সন্তুষ্ট নন তিনি, এখন সিলেকশনের তো একটা ব্যাপার। টু বি অনেস্ট বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাবার পর আমার মতে আমি দলে সুযোগ পাবো না। এটা তো আসলে সিলেকশনের ব্যাপার। নির্বাচকরা যদি মনে করে আমাকে সুযোগ দিবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। এই মুহূর্তে ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে আমি কিভাবে আপনাদের সামনে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাবো? আমার জায়গায় অন্য কেউ হলে তো আরো আগে বাদ পড়তো। বলেন, মাশরফি।
বিশ্বকাপের কোন আন্তর্জাতিক ম্যাচ খেলননি মাশরাফি। ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ফিরতে পারেন বলে সবাই ধারণা করছে। সেই সাথে এই সিরিজ মাশরাফির শেষ সিরিজ কি না তাও ভাবচ্ছে।
হয়তো জিম্বাবুয়ে সিরিজ পর মাশরাফি নিজে থেকে নাও জানাতে পারেন অবসরের কথা। যদি বিসিবির পক্ষ থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি আর খেলবেন কি না?
গণমাধ্যমের পক্ষ থেকে ম্যাশের কাছে এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হলে তিনি বলেন, আমি এখন কি করছি? যখন জিম্বাবুয়ে সিরিজে আমাকে বলা হয়েছিল আমি বলছি খেলবো। আমার সাইড থেকে আমি বলতে পারি আমি খেলতে চাই। সেটা জাতীয় দল হতে হবে এমন কিছু নয়, আমার জায়গায় যারা খেলছে তারাও ভালো করছে। এটা জরুরী না জাতীয় দলে খেলতেই হবে। এখন বোর্ড যদি মনে করে আমাকে খেলাইতে চায় আমি বলবো অবশ্যই খেলবো, অবশ্যই। আর বাকীটা যেতা বললেন আমি খেলছিতো খেলার জন্যই, এমনতো না যে আমি ফাজলামো করছি। খেলার জন্যই খেলছি। যেটা হল পারফরম্যান্স বা অন্য সবকিছু মিলায়া বলেন, সবকিছুতো উনারাও ভাববে যারা দায়িত্বে আছেন।'