Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উঠান থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে বাদশা!

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ০৯:১৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৫:০৫ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাদশা মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ভিকটিম বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত বাদশা মিয়া ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। নির্যাতিতা ওই ছাত্রী স্থানী একটি উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ্রগ্রহণ করেছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই ছাত্রী ঘর থেকে তাদের উঠানে আসে। এসময় আগে থেকে উৎপেতে থাকা বাদশা তাকে জাপটে ধরে বাড়ীর পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বাদশা। ঘরে ফিরে বিষয়টি তার পরিবার সদস্যদের জানায় ওই ছাত্রী। পরে বিষয়টি রাতেই ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযুক্ত বাদশাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview