প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কারণে ভারত চলতি বছর পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভূরাজনৈতিক ঝুঁকিতে। ২০২০ সালে পৃথিবী যে বড় আশঙ্কার সামনে দাঁড়িয়ে, তার একটি হলো মোদির শাসনাধীন ভারত। রাজনৈতিক ঝুঁকি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপ এ তথ্য দিয়েছে।
ইউরেশিয়া গ্রুপটি ১০টি বড় ভৌগোলিক-রাজনৈতিক বিপদের তালিকা করেছে। পাঁচ নম্বরে আছে ভারতের নাম।
ইউরেশিয়া গ্রুপের প্রতিবেদনে বলা হয়, মোদি তার দ্বিতীয় মেয়াদে বেশিরভাগ সময় অর্থনৈতিক অ্যাজেন্ডা ব্যয় করে একটি বিতর্কিত সামাজিক নীতি প্রচার করছেন। এর প্রভাবে ২০২০ সালে তীব্র সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি বৈদেশিক নীতি ও অর্থনৈতিক বিপর্যয় আসবে।
প্রতিবেদনে ভারতসংক্রান্ত অংশটির শিরোনাম ‘ইন্ডিয়া গেটস মোদি-ফায়েড’। এ প্রতিবেদনের অন্যতম লেখক ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ইয়ান ব্রেমার। আর এই প্রতিবেদনের মাধ্যমে ভারত সম্পর্কে নিজের অবস্থান থেকে সরে গেলেন তিনি। ২০১৯ সালে ‘টাইম’ ম্যাগাজিনের মে মাসের সংখ্যায় তিনি বলেছিলেন, ‘অর্থনৈতিক সংস্কারের জন্য মোদি হলেন ভারতের সবচেয়ে বড় আশা।’